Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

প্রকল্প/কর্মসূচীর নাম :

গবাদিপশু ও হাঁস মুরগি রোগ প্রতিরোধে স্প্রে কার্যক্রম কর্মসূচী

          ১। গবাদিপশু ও হাঁস মুরগির বাজারে এবং যানবাহনে জীবানুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা।

          ২। খামারীদের প্রশিক্ষন প্রদান।

          ৩। উপকরণ সরবরাহ।

 

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রজেক্ট

           ১। এভিয়ান ইনফ্লুয়েঞ্জ রোগ প্রতিরোধে পারিবারিক ও বানিজ্যিক খামার সার্ভিলেন্স।

           ২। নমুনা সংগ্রহ ও ল্যাব টেষ্ট।

           ৩। বার্ড-ফ্লু আক্রান্ত খামারের ষ্ট্যাম্পিং।

           ৪। ক্ষতিগ্রস্থ খামারীদের আর্থিক ক্ষতিপূরন প্রদান।

           ৫। প্রশিক্ষন ও উপকরন সরবরাহ।

 

কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারন ও ভ্রন হস্তান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প

           ১। গবাদিপশুর জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী প্রশিক্ষন প্রদান ও ইউনিয়ন পর্যায়ে কৃত্রিম প্রজনন পয়েন্ট স্থাপন।

           ২। কৃত্রিম প্রজনন কার্যত্রমে হিমায়িত সিমেন সরবরাহ।

 

দ্বিতীয় অংশীদারিত্ব মূলক প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প

          ১। প্রাণিসম্পদ বিভাগেন বিভিন্ন অবকাঠামো নির্মান ও উন্নয়ন।

          ২। আসবাবপত্র ও যন্ত্রপাতি সরবরাহ।

          ৩। খামারী/কৃষকদের মাঝে প্রশিক্ষন।

 

ষ্টেংদেনিং অফ সাপোর্ট সার্ভিসেস ফর কমব্যাটিং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (HPAI) ইন বাংলাদেশ

          ১। পোল্ট্রি কাঁচা বাজারের একটিভ সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করা।

          ২। বানিজ্যিক পোল্ট্রি খামার ও পারিবারিক পোল্ট্রি খামার পরিদর্শন করা।

          ৩। পোল্ট্রি খামারীদের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, জীব নিরাপত্তা ও অন্যান্য রোগ সম্পর্কে সচেতন করা।

          ৪। কাঁচা বাজার ও পোল্ট্রি খাবারের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে উদ্বুদ্ধ করা।

          ৫। জেলা ভেটেরিনারি হাসপাতালের গবেষনাগারে এক্টিভ সার্ভিলেন্স এর সময় সংগৃহীত সন্দেহজনক নমুনার রেপিড ফ্লু ডিটেকশন পরীক্ষা করা।

          ৬। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে স্ট্যাম্পিং আউট এ সহায়তা করা।

          ৭। ক্ষতিগ্রস্থ পারিবারিকভাবে পোল্ট্রি পালনকারীদের পুর্নবাসন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা।